RA3k756
Title: |
টাঙ্গুয়ার হাওর ভ্রমণ প্যাকেজ |
Facebook: | Sk Jisan |
Description: |
নয়কুড়ি কান্দার ছয়কুড়ি বিল , সুনামগঞ্জ
(কিংবা টাঙ্গুয়ার হাওর)
অল্প কিছুদিন পরেই ঈদ। এই ছুটিতে ঘুরে আসতে পারেন।
(২ দিন ও ১ রাত)
যাতায়াত : ঢাকা – সুনামগঞ্জ (হানিফ, মামুন, শ্যামলী) ভাড়া ৬৫০/- থেকে ৯৫০ পর্যন্ত
সুনামগঞ্জ থেকে তাহিরপুর (লেগুনা জনপ্রতি ৮০/-)
ট্রলার ভাড়া : ৬ হাজার থেকে ১০ হাজার + বাবুর্চি ১০০০/-
অন্তত ১৫ জন গেলে ভাল হয়।
এবার সুবিধাজনক ভাবে বাকিটা হিসেব করে নেন।
এখানে পানির গভীরতা খুব কম ও না, আবার খুব বেশি ও না।
তবে সাতার না জানলেও কোন প্রকারের সমস্যা নাই।
কারণ মাত্র ৫০/- তে ২ দিনের জন্য ” লাইফ জ্যাকেট ” ভাড়া পাওয়া যায় (তাহিরপুর বাজারে)
দর্শনীয় স্থান :
টাঙ্গুয়ার হাওর
টেকেরহাট
শহীদ সিরাজ লেক (নীলাদ্রি লেক নামে অধিক পরিচিত)
লাকমাছড়া
জাদুকাটা নদী
বৃহত্তম শিমুল বাগান
বারিক্কা টিলা ।
রাতে টেকেরহাট কিংবা হাওরের ওয়াচ টাওয়ারের আশে পাশেই থাকতে পারেন। নিরাপত্তা সংক্রান্ত কোন ঝামেলা নাই।
দয়া করে আবর্জনা হাওরের পানিতে ফেলা থেকে তথা, হাওর নোংরা করা থেকে বিরত থাকবেন।
|
Leave feedback about this