১০টি লাভজনক কৃষি ব্যবসা আইডিয়া-10 Agricultural Business Idea
কৃষিভিত্তিক ব্যবসার আইডিয়া যারা খুঁজছেন তাদের জন্য এই লেখাটি প্রযোজ্য। কৃষিভিত্তিক ব্যবসা চাহিদা যুগ যুগ ধরে আছে এবং থাকবে। সঠিক প্রশিক্ষণ থাকলে আপনি কৃষি পণ্যের ব্যবসা করে লাভবান হতে পারবেন।
কৃষি কাজ করে লাভবান হওয়ার জন্য প্রয়োজন কোন পণ্য নিয়ে চাষাবাদ করবেন সেই সঠিক পণ্যটি নির্বাচন করা। আমাদের এই লেখায় বর্তমানে চলমান এবং লাভবান হওয়া যাবে এমন ১০ টি কৃষি ব্যবসা আইডিয়া দিয়েছে। আমরা এখানের প্রতিটি আইডিয়া বিভিন্ন পত্রিকায়, খবরে আসা সফল কৃষকদের থেকে নেয়া এবং বাজারে যেসব পণ্য চাহিদা বেশি সেগুলো থেকে যাচাই বাছাই করে নেয়া।
১. মৌসুমি সবজি চাষ
বিভিন্ন মৌসুমে চাহিদা সম্পন্ন মৌসুমি সবজি চাষ করে ভাল টাকা আয় করা সম্ভব। আপনাকে শুধু বাজার চাহিদার দিকে নজর রাখতে হবে এবং পণ্য বিক্রি করার চ্যানেল সম্পর্কে সঠিক ধারণা রাখতে হবে।
২. ফল চাষ
ফল চাষ খুব সহজ একটি কৃষিভিত্তিক ব্যবসা । তবে, সব ফলের চাষ করে সফল হওয়া সম্ভব না। আপনাকে অবশ্যই বাজার যাচাই করতে হবে এবং কোন ধরণের ফলের দাম বেশি পাওয়া যায়ে সেই ফলের চাষ করতে হবে।
৩. ফুল চাষ
ফুলের চাহিদা সবসময় থাকে বিয়ে শাদী, অন্যান্য সামাজিক অনুষ্ঠান থেকে শুরু করে রাজনৈতিক, ধর্মীয় সব কাজে ফুলের প্রয়োজন হয়। তাই, ফুলের ব্যবসা হতে পারে সবচেয়ে লাভবান একটি কৃষি ব্যবসা।
৪. বিকল্প জাতের মুরগি পালন
বিকল্প জাতের মুরগি বলতে এমন কিছু মুরগির জাত বোঝায় যার চাহিদা ব্যাপক পাশাপাশি বিক্রি করেও ভাল দাম পাওয়া যায়। এদের মধ্যে উল্লেখ যোগ্য হল: কক মুরগি, কাদাকনাথ, পাকিস্তানি জাতের মুরগি।
৫. কবুতর, কয়েল পাখি পালন
নানা জাতের কবুতর বা কয়েল পাখি পালন করে অনেক মানুষ স্বাবলম্বী হওয়ার পাশাপাশি লাখপতি হওয়ার নজিরও বিদ্যমান। আপনাকে শুধু এর লালন পালনের সঠিক নিয়ম জানতে হবে।
৬. গরুর খামার
গরুর খামার যুগ যুগ ধরে চলে আসা লাভজনক ব্যবসার আইডিয়া। বিশেষ করে কুরবানির ঈদে তো গরুর চাহিদা ব্যাপক থাকে। এছাড়া, বর্তমানে গরুর মাংসের বাজারের দিকে তাকালেই বুঝতে পারবেন। আর আপনি গরুর দুধ, গোবর বিক্রি করেও অনেক টাকা আয় করতে পারবেন।
৭. বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ
বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ বর্তমান যুগে সময়ের সবচেয়ে আলোচিত একটি আইডিয়া। অনেক মানুষ এই পদ্ধতিতে মাছ চাষ করে সফলতা অর্জন করেছেন। চাইলে আপনিও এটি বাড়ির পাশে অথবা বাড়ির ছাদে শুরু করতে পারেন।
৮. ছাগল বা ভেড়া পালন
বর্তমানে ছাগল বা ভেড়া পালন একটি লাভজনক ব্যবসা। বাজারে খাসির মাংসের ব্যাপক চাহিদা ব্যাখ্যা করে বুঝানোর কিছু নাই। ছাগল বা ভেড়া পালনে আগ্রহ থাকলে প্রশিক্ষণ নিয়ে শুরু করে দিতে পারেন ছাগল বা ভেড়া পালন।
৯. মাছ, মুরগি ও হাঁসের সমন্বিত চাষ
মাছ, মুরগি ও হাঁসের সমন্বিত চাষ বেশ লাভজনক একটি ব্যবসা আইডিয়া। এখানে, আপনি মুরগির খাবার দিয়েই মাছের খাবারের বিশাল চাহিদা পূরণ করতে পারেন। সহজ কথা, এখানে এক ঢিলে ৩ পাখি মারার সুযোগ পাবেন।
১০. মৌমাছি চাষ
মৌমাছি চাষ বর্তমানে অনেক জনপ্রিয় এবং লাভজনক একটি ব্যবসার আইডিয়া। মধুর চাহিদা বর্তমান বাজারে অনেক বেশি। ক্ষেত্র বিশেষে প্রতি কেজি মধু বিক্রি করে ৬০০ – ৮০০ টাকা লাভ করা সম্ভব।
এই ছিল আজকে কৃষি ব্যবসা আইডিয়া নিয়ে বিস্তারিত অলোচনা। উপরে উল্লেখিত অধিকাংশ ব্যবসা শুরু করার আগে আপনাকে অবশ্যই সে বিষয়ে প্রশিক্ষণ নিতে হবে। প্রশিক্ষণ নিয়ে কাজ শুরু করলে খুব দ্রুত সফলতা পাওয়ার সম্ভব।
Code- SH10K801
Written by Sharmin
আরো দেখুন
―পণ্য বেচা-কেনার টিপস
―নতুন পুরাতন পণ্য কিনুন
―চাকুরি খুঁজুন
Post Related Things:
Career guidance for students in Bangladesh, Education tips for job seekers, Skill development for better job prospects, Choosing the right educational path, Study tips and techniques for exams, College and university admissions in Bangladesh, Admission requirements and deadlines, Agricultural Business Idea, ১০টি লাভজনক কৃষি ব্যবসা আইডিয়া
Latest admission news and updates , Choosing the right course or program , Career planning and development in Bangladesh, Job interview tips and techniques , Networking and professional skills , Building a successful career in Bangladesh , Advancing in your chosen field, Job opportunities in Bangladesh , Job portal in Bangladesh, eCommerce Business, What is Podcast, Business Plan, Product Pricing Strategy, ১০টি লাভজনক কৃষি ব্যবসা, লাভজনক কৃষিভিত্তিক ব্যবসা, কৃষিভিত্তিক ব্যবসা আইডিয়া
Leave a Reply