ইলেকট্রনিক্স পণ্যের ব্যবসা আইডিয়া-Electronics Business Ideas

আপনারা যারা ইলেকট্রনিক্স ব্যবসার কথা ভাবছেন। আমাদের এই পোস্টটি আসলে আমাদের জন্য। এ পোষ্টের মাধ্যমে আমি আপনাদের সামনে বিস্তারিত তথ্য আলোচনা করব।

ইলেকট্রনিক পণ্য সমূহ যেমন টিভি, ফ্রিজ, বৈদ্যুতিক বাতি, পাখা, কম্পিউটার ইত্যাদি বিভিন্ন জিনিস এখন বাজারে খুব জনপ্রিয়। বর্তমান ডিজিটাল যুগে আমরা ইলেকট্রিক বা ইলেকট্রনিক্স জিনিস ছাড়া আমাদের জীবন কল্পনা করতে পারি না। আপনারা এ ব্যবসা গুলো শুরু করতে পারেন। ইলেকট্রনিক ব্যবসা করতে পারেন দুই ভাবে। একটি হচ্ছে ডিলারশিপ এর ব্যবস্থা রয়েছে ও খুচরা পণ্য বিক্রির ব্যবসা।

ইলেকট্রনিক্স পণ্যের ব্যবসা আইডিয়া
Image Source – AM

ডিলারশিপ ব্যবসা করলে কোন একটা নির্দিষ্ট কোম্পানির পণ্যের বিক্রি এবং বন্টনের দায়িত্ব গ্রহণ করতে হবে এর জন্য নির্দিষ্ট কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হতে হয়। তবে ইলেকট্রনিক্স পণ্যের ব্যবসা করার ক্ষেত্রে খুচরা পণ্য বিক্রির ব্যবসা শুরু করার উপযুক্ত। খুচরা পণ্য বিক্রি ব্যবসা শুরু করার ক্ষেত্রে নিম্নোক্ত পদ্ধতিগুলো অনুসরণ করতে পারেন।  অল্প পরিমাণে মূলধন দিয়ে ব্যবসা শুরু করা যেতে পারে।

সেক্ষেত্রে ৫ লাখ টাকা থেকে দশ লাখ টাকা দিয়ে প্রথমে ব্যবসা শুরু করা যেতে পারে। দোকান ভাড়া থেকে শুরু করে পাইকারি ভাবে পণ্য ক্রয়, দোকান সাজানো, স্টোর রুম রাখা, এডভারটাইজমেন্ট করা এবং যদি কোন কর্মচারী নিযুক্ত করা হয়। সব কিছুর জন্য পর্যাপ্ত অর্থ মজুদ রাখতে হবে। আপনি চাইলে ইলেকট্রনিক্স মালামাল এর ব্যবসা শুরু করতে পারেন। কিন্তু আপনাকে জানতে হবে যে ইলেকট্রনিক্স পণ্যের গুলো কিভাবে বিক্রি করবেন।

ব্যবসা শুরু করার আগে আপনাকে মূল ভালো পরিমাণ মূলধন নিয়ে ব্যবসায় জড়িত হতে হবে। ইলেকট্রনিক্স পণ্যের ব্যবসা শুরু করার আগে অবশ্যই ইলেকট্রিক জিনিস সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।

যখন দোকানে ক্রেতা আসবে। তখন সে সম্পর্কে তাদের একটি স্বচ্ছ ধারণা দিতে হবে। এতে এমনি গ্রাহকরা ওই পণ্য ক্রয়ের ক্ষেত্রে আরো বেশি আগ্রহী হয়ে উঠবে। আশা করে এ পোস্টের মাধ্যমে আপনাদের সামনে বিস্তারিত ধারণা দিতে পেরেছি।

আজকে আমরা এই পোষ্টের মাধ্যমে ইলেকট্রিক পণ্যের ব্যবসা সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করব। ইলেকট্রনিক্স পণ্যের ব্যবসা শুরু করার আগে একটি উপযুক্ত স্থান বাছাই করা সবচেয়ে জরুরি।

উপযুক্ত স্থানে দোকান দিতে পারলে ব্যবসায় উন্নতি ও দ্রুত হয়। স্থান বাছাই করতে হবে এমন জায়গায়, যেখানে কাস্টমার আসা যাওয়া সুবিধা হয়। জনবহুল জায়গায় ও যাতায়াতের সুবিধা আছে এমন স্থান বাছাই করতে হবে দোকানের জন্য। এক্ষেত্রে মোটামুটি পাঁচ থেকে দশ লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করলে সে ব্যবসা ভালো লাভবান হওয়া যায় সব ধরনের ইলেকট্রনিক্স পণ্য দোকানে রাখতে হবে।

এক্ষেত্রে দোকানের স্থান নির্বাচন দোকানের নাম এবং কাস্টমারের সাথে আরো বেশি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখলে এই ব্যবসায় ভালো  লাভবান হওয়া যায়। আশা করি বুঝাতে পেরেছি।

ইলেকট্রনিক্স ব্যবসা করার পদ্ধতি সমূহ

ইলেকট্রনিক্স পণ্যের ব্যবসা সাধারনত দুইভাবে করা যায়।

  • ডিলারশীপ ব্যবসা
  • খুচরা পণ্য বিক্রির ব্যবসা

ডিলারশীপ ব্যবসা হলো কোন একটা নির্দিষ্ট কোম্পানির পণ্যের বিক্রি ও বন্টনের দায়িত্ব গ্রহণ। এর জন্য সেই নির্দিষ্ট কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হতে হয়।

তবে, ইলেকট্রনিক্স পণ্যের ব্যবসা করার ক্ষেত্রে খুচরা পণ্য বিক্রির ব্যবসা শুরু করাই উপযুক্ত। খুচরা পণ্য বিক্রি ব্যবসা শুরু করার ক্ষেত্রে নিম্নোক্ত পদক্ষেপগুলো অনুসরণ করতে হবে।

ইলেকট্রনিক্স পণ্যের ব্যবসা শুরু করার ধাপ সূমহ

ব্যবসা পরিকল্পনা

যে কোন ব্যবসা শুরু করার ক্ষেত্রেই পরিকল্পনা করা জরুরি। একটি ইলেকট্রনিক্স পণ্যের দোকান দেওয়ার আগে এর সুযোগ সুবিধা সব দিকে দিয়ে বিবেচনা করতে হবে। লাভ ক্ষতির বিষয় মাথায় রাখতে হবে। সবচেয়ে বড় কথা ইলেকট্রনিক্স জিনিস সম্পর্কে খুব ভালো জ্ঞান থাকতে হবে।

মূলধন

শুরুতে অল্প পরিমান মূলধন নিয়ে ব্যবসা শুরু করা যেতে পারে। সেক্ষেত্রে ৫ লাখ থেকে ১০ লাখ টাকা নিয়ে প্রথমে শুরু করা যায়। তবে, এ ধরনের ব্যবসা শুরু করার ক্ষেত্রে পর্যাপ্ত টাকার ব্যবস্থা আগেই রাখতে হবে।

দোকান ভাড়া থেকে শুরু করে পাইকারি ভাবে পণ্য ক্রয়, দোকান সাজানো, স্টোর রুম রাখা, এডভারটাইজমেন্ট করা এবং যদি কোন কর্মচারী নিযুক্ত করা হয় সব কিছুর জন্য পর্যাপ্ত অর্থ মজুদ রাখতে হবে। বিজনেস লোন পাওয়ার উপায় জানা থাকলে মূলধন নিয়ে খুব একটা চিন্তা করতে হয়না।

তবে, যদি নিজস্ব অর্থায়নে সম্ভব না হয় তাহলে, বিভিন্ন ব্যাংক থেকে অর্থ লোন করা যেতে পারে। গ্রামীন ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সোনালি ব্যাংক লোন দিয়ে থাকে।

দক্ষতা

ইলেকট্রনিক্স পণ্যের ব্যবসা শুরু করার আগে অবশ্যই ইলেকট্রিক জিনিস সম্পর্কে ভালো ধারনা থাকতে হবে। গ্রাহক যখন দোকানে পণ্য কিনতে আসবে তখন সেই পণ্য সম্পর্কে তাদের একটা স্বচ্ছ ধারণা না দিতে পারলে গ্রাহক পণ্য ক্রয়ে আগ্রহী হবে না। ‍

ব্যবসায়ের নাম

যে কোন ব্যবসা শুরু করার আগে অবশ্যই তার একটি সুন্দর নাম বাছাই করতে হবে। নামটি হতে হবে ছোট ও আকর্ষণীয়। নাম শুনেই যেন বুঝা যায় দোকানটিতে কি ধরনের জিনিসপত্র বিক্রি হতে পারে। দোকানের সুন্দর নামের তালিকা ও নতুন ব্যবসার নাম নির্বাচন করার উপায়।

লাইসেন্স

যে কোন ব্যবসার শুরুতেই লাইসেন্স করা জরুরি। লাইসেন্স করা থাকলে একটা ব্যবসা প্রতিষ্ঠান সব দিকে থেকে সুরক্ষিত থাকে। সাধারনত ১৮ বছর বয়সী যে কেউ লাইসেন্স সংগ্রহ করতে পারবে।

সেক্ষেত্রে শহরে অবস্থান হলে সিটি কর্পোরেশন থেকে লাইসেন্স গ্রহন করতে হবে। এছাড়াও, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ থেকেও লাইসেন্স গ্রহন করা যেতে পারে। এলাকা ভিত্তিক আবেদন পত্র সংগ্রহ করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

স্থান নির্বাচন

ইলেকট্রনিক্স পণ্যের ব্যবসা শুরু করার আগে একটি উপযুক্ত স্থান বাছাই করা সবচেয়ে জরুরি। উপযুক্ত স্থানে দোকান দিতে পারলে ব্যবসায় উন্নতি ও দ্রুত হয়। স্থান বাছাই করতে হবে এমন জায়গায়, যেখান কাস্টমার আসা যাওয়ায় সুবিধা হয়। জনবহুল জায়গায় ও যাতায়াতে সুবিধা আছে এমন স্থান বাছাই করতে হবে দোকানের জন্য।

পণ্য সোর্স ও পাইকারি মার্কেট

ইলেকট্রনিক্স পণ্যের সবচেয়ে বড় পাইকারি মার্কেট হলো ঢাকার নবাবপুর এলাকায়। এখানে কয়েক হাজার দোকান রয়েছে যেখান এইসব পণ্য পাইকারি বিক্রি করা হয়। এছাড়া এখানে খুচরা ও বিক্রি করা হয়ে থাকে। এবং তুলনামূলক কম দামে পণ্য পাওয়া যায়।

এছাড়া অন্যান্য বড় বড় যেসব মার্কেট গুলো যেমন গুলশানের ডিসিসি মার্কেট, মোহাম্মদপুর এলাকার টাউন হল মার্কেট এসব জায়গায় ও ইলেকট্রনিক্স পণ্যের পাইকারি দোকান আছে।

এক্ষেত্রে, যদি সরাসরি যেসব কোম্পানি ইলেকট্রিক পণ্যগুলো তৈরি করছে তাদের সাথে যোগাযোগ রাখা যায়, তাহলে সবচেয়ে ভালো হয়।

টার্গেট গ্রাহক

দোকান শুরু করার আগে অবশ্যই গ্রাহক দের পছন্দ নিয়ে চিন্তা করতে হবে। ব্যবসায়ী যদি গ্রাহকে বুঝতে পারে তাহলে তার সাথে লেনদেন করা ও খুব সহজ হয়। গ্রাহক যদি একটি বিশেষ বয়সের হয়ে থাকে তাহলে সে বয়সের গ্রাহকের কোন কোন গেজেট পছন্দ সে সব পণ্য দিয়ে দোকান সাজাতে হবে।

তবে এক্ষেত্রে শুধুমাত্র এক জাতীয় জিনিস না কিনে সব ধরনের পণ্য দিয়ে দোকান সাজালে গ্রাহক আকৃষ্ট হবে বেশি। অনেক সময় দেখা যাবে একটি পণ্য কিনতে এসে গ্রাহক অন্য একটি পণ্য পছন্দ করে সেটিও কিনে নিয়ে যাবে।

মনে রাখতে হবে ইলেকট্রনিক্স সব ধরনের পণ্যই দিন দিন আপডেট হয়। তাই, সব ধরনের আধুনিক ও উন্নতমানের পণ্য দিয়ে দোকান সাজাতে হবে। একটি ইলেকট্রনিক্স পণ্য যেটির মধ্যে সব ধরনের উন্নত সুযোগ সুবিধা আছে এবং যেটি অনেক দিন স্থায়ী হবে এমন ধরনের পণ্য গ্রাহক পছন্দ করে বেশি। তাই, গ্রাহকের এসব পছন্দ মাথায় রাখতে হবে সাথে সাথে গ্রাহক বাজেট সম্পর্কে ও ধারনা রাখতে হবে।

পরিচিতি বাড়ানো

ব্যবসা শুরু করার পর অবশ্যই এর পরিচিতি বাড়াতে হবে। যত বেশি প্রচার হবে পণ্য বিক্রি তত বেশি হবে। এক্ষেত্রে অনেকে বিভিন্ন পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে থাকেন। বিভিন্ন লিফলেট দিয়ে ব্যবসার প্রচার করা যেতে পারে। নতুন ব্যবসা শুরু করার পর বিভিন্ন অফারের ব্যবস্থা রাখা যেতে পারে।

তাছাড়া, ফেসবুক পেজ বা একটি সুন্দর ওয়েবসাইট তৈরি করে সেখানে পণ্যের সুন্দর ছবি ও বিবরণী তুলে ধরা যেতে পারে। আজকাল অনেকেই অনলাইনে কেনাকাটায় বেশি স্বাচ্ছ্যন্দ করে সেক্ষেত্রে একটি সুন্দর ও আকর্ষণীয় ওয়েবসাইটের তুলনা নেই। গ্রাহক খুব সহজেই সেখান থেকে পণ্য সম্পর্কে ধারনা পেতে পারে।

আনুমানিক আয়

ইলেকট্রনিক্স পণ্যের দাম বাজারে উঠানামা করে। যদি ঠিকমত পরিচালনা করা যায় তাহলে যত বেশি ইনভেস্ট করা যাবে, ইনকাম ও সে অনুযায়ী হবে।  এক্ষেত্রে কেউ যদি ৫-১০ লক্ষ টাকা নিয়ে শুরু করে তাহলে অনায়াসে সে ৩০০০০- ৮০০০০০ টাকা আয় করতে পারবে। আয় অবশ্যই বাজার দরের উপর নির্ভর করবে।

ইলেকট্রনিক্স পণ্যের তালিকা

এনার্জি লাইট, চার্জার লাইট সিলিং ফ্যান, টেলিভিশন, ফ্রিজ, স্ট্যাবিলাইজার, ব্লেন্ডার মেশিন, স্পিকার, আয়রন, পানির ফিল্টার, সিডি/ডিভিডি প্লেয়ার, মাল্টিপ্লাগ, আইপিএস, ইউপিএস, মাইক্রোওয়েভ, ওয়াশিং মেশিন, ক্যামেরা, রুম হিটার বা গিজার, এয়ার কন্ডিশন, এয়ার কুলার, কম্পিউটার সেট।

এই ছিল আজকে ইলেকট্রিক ব্যবসার আইডিয়া নিয়ে সংক্ষিপ্ত লেখা। বলা যায় যে দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রেই এখন ইলেকট্রনিক্স পণ্য প্রয়োজন হয়ে থাকে। তাই, এ দিক বিবেচনায় এ ব্যবসাটি হতে পারে অধিক লাভজনক।

Code- SH11K 241

Written by Sharmin

 

আরো দেখুন

―পণ্য বেচা-কেনার টিপস

―নতুন পুরাতন পণ্য কিনুন

―চাকুরি খুঁজুন

 

Post Related Things:

Career guidance for students in Bangladesh, Education tips for job seekers, Skill development for better job prospects, Choosing the right educational path, Study tips and techniques for exams, College and university admissions in Bangladesh, Admission requirements and deadlines, ইলেকট্রনিক্স পণ্যের ব্যবসা আইডিয়া

Latest admission news and updates , Choosing the right course or program , Career planning and development in Bangladesh, Job interview tips and techniques , Networking and professional skills , Building a successful career in Bangladesh , Advancing in your chosen field, Job opportunities in Bangladesh , Job portal in Bangladesh, Ways to Succeed in Online Business, ইলেকট্রনিক্স পণ্যের ব্যবসা

Related Post

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *