SA20k46
One Day Tour
Mobile No: 01767549398
Description:
পদ্মা ডে ট্রিপ ক্রুজিং – একদিনের নদীযাত্রায় অফুরন্ত প্রশান্তি 
শহরের ধুলোমাখা ব্যস্ততা থেকে একটু বিরতি চান? শীতের সকালের নরম কুয়াশায়, শান্ত পানির বুকে একটুকরো নিঃশব্দ সময় কাটাতে চান? তবে Padma Day Trip Cruising–ই হতে পারে আপনার দিনের সবচেয়ে সুন্দর স্মৃতি।
মাওয়া পুরাতন ঘাট থেকে সকাল ৯টায় যাত্রা শুরু করে ধীরে ধীরে এগিয়ে যাবো বিশাল পদ্মার বুকে।
নরম বাতাস, ঢেউয়ের মৃদু শব্দ, আর রোদের সোনালি ঝিলিক—সব মিলিয়ে নদী আপনাকে ছুঁয়ে দেবে তার নিজস্ব শান্তিতে।
শীতের স্নিগ্ধতায় হারিয়ে যেতে যেতে শুনবেন মাঝিদের গল্প, দেখবেন নদীর চরিত্র বদলের দৃশ্য, অনুভব করবেন বাংলার ইতিহাস-ঐতিহ্যের স্পর্শ—পুরো যাত্রা হবে এক অন্যরকম অভিজ্ঞতায় ভরপুর।
wa.me/01767549398
wa.me/01897984004
wa.me/01897984005
wa.me/01897984006
সতর্কতা – নিজ দায়িত্বে সকল লেনদেন করবেন । AamarMarket.com বাক্তিগত লেনদেন এর জন্য কোনোভাবেই দায়ী থাকবে না ।
AamarMarket.com অনন্য সেবাদাতা হিসেবে ভূমিকা রাখার জন্য আপনাদের সহযোগিতা সর্বদা কাম্য । আমরা নিজেরা কোনো পণ্য বা সেবা বিক্রি করি না; পরিবর্তে, ক্রেতা এবং বিক্রেতাদের সংযুক্ত করি, যাতে ক্রেতা এবং বিক্রেতা সরাসরি যোগাযোগ স্থাপন করে; তাদের শর্তে নিজেরা লেনদেন পরিচালনা করতে সক্ষম হয় । সরাসরি অংশগ্রহন করে কেনা বেচা করার প্রক্রিয়াকে উৎসাহিত করার মাধ্যমে, আমরা স্বচ্ছতা, বিশ্বাস এবং পক্ষগুলির মধ্যে উন্মুক্ত যোগাযোগ প্রচার করে থাকি।
Related Tag: One Day Tour





Leave a review about this